•  স্থায়ী পদ্ধতি, নিরাপদ ও কার্যকরী পদ্ধতি।
  • লাইগেশন বা মহিলা বন্ধ্যাকরণ নামে প্রচলিত।
  • অপারেশনের সঙ্গে সঙ্গে পদ্ধতিটি কার্যকরী হয়।

টিউবেকটমি
যেসব দম্পতির কাঙ্খিত সংখ্যক সন্তান রয়েছে এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে আর কোন সন্তান নিতে চান না তাদের জন্য টিউবেকটমি একটি পছন্দনীয়, নিরাপদ ও কার্যকরী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। টিউবেকটমি মহিলাদের জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি। বিভিন্ন দেশে এটা টিউবাল লাইগেশন অপারেশন, মহিলা বন্ধ্যাকরণ বা মিনিল্যাপ ইত্যাদি নামে পরিচিতি। তবে বাংলাদেশে ‘লাইগেশন’ এবং ‘মহিলাদের অপারেশন’ নামে বহুল প্রচলিত।

  • স্থায়ী পদ্ধতি।
  • খুবই কার্যকর।
  • দীর্ঘমেয়াদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
  • স্থানীয়ভাবে অবশ করে অপারেশন করা হয় বলে জেগে থাকলেও তেমন ব্যথা পাওয়া যায় না।
  • কোন অসুবিধা না থাকলে ৩-৪ ঘন্টা পর বাড়ী যাওয়া যায়।
  • যৌন ও শারীরিক শক্তি আগের মত থাকে।
  • তৃতীয় বা তৎপরবর্তী প্রসবের পর পরই করা যায়।

টিউবেকটমি’র পর ব্যথা, সামান্য ফুলে যাওয়া বা ফোস্কা পরা স্বাভাবিক সাধারন পার্শ্ব-প্রতিক্রিয়া। সাধারণ ব্যথানাশক ঔষধ যেমন প্যারাসিটামল ব্যথা নিবারনের জন্য যথেষ্ট। সাধারনতঃ সামান্য ফুলে যাওয়া বা ফোস্কা পরার জন্য কোন ঔষধ এর প্রয়োজন হয় না।