- সহজ ব্যবহারবিধি ও সর্বত্র পাওয়া যায়।
- নিরাপদ ও কার্যকর পদ্ধতি।
- অরক্ষিত সহবাসের পরে ব্যবহার করে অনাকাঙ্খিত গর্ভ প্রতিরোধ করা যায়।
- মাসিক নিয়মিত করণ হয়।
খাবার বড়ি
বাংলাদেশে মিশ্র খাবার বড়ি সর্বাধিক ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। বর্তমানে প্রচলিত খাবার বড়ির উপাদান হলো ইস্ট্রোজেন হরমোন ও প্রজেস্টিন। মূলত ইস্ট্রোজেন হরমোনের পরিমাণের উপর ভিত্তি করে খাবার বড়ির প্রকার নির্ণয় করা হয়। এছাড়া শুধুমাত্র প্রজেস্টিন সমৃদ্ধ মিনিপিলও কার্যকর গর্ভনিরোধক বড়ি হিসেবে ব্যবহৃত হয়। মিশ্র বড়ি সঠিকভাবে গ্রহণ করলে প্রায় ৯৯.৯ শতাংশ কার্যকরী।
- সকল বয়সী মহিলা খাবার বড়ি ব্যবহার করতে পারেন।
- এটি একটি অস্থায়ী পদ্ধতি, যে কোন সময় বড়ি ছেড়ে দিয়ে অন্য পদ্ধতি গ্রহণ করা যায় অথবা গর্ভধারণ করা যায়।
- সহজে পাওয়া যায় এবং এর ব্যবহারবিধিও সহজ।
- মাসিক চক্রকে নিয়মিত করে।
- মাসিক ¯্রাবের সময়কাল ও পরিমাণ কমায় এবং রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।
- মাসিকের সময় জরায়ুর মোচড়ানো ব্যথা কমায়। এন্ডোমেট্রিওসিস, স্তনের ফাইব্রোসিস্টিক ব্যাধি, ডিম্বাশয়ের সিস্ট ও ক্যান্সার, জরায়ুর বাইরে গর্ভধারণ, এন্ড্রোমেট্রিয়ামের ক্যান্সার ইত্যাদির প্রকোপ হ্রাস করে।
- জরুরী গর্ভনিরোধক হিসাবে ব্যবহার করা যায়।
- কোন কারণে স্বামী সাময়িকভাবে বাড়িতে না থাকলেও বড়ি খাওয়া বাদ দেওয়া যাবে না।