• অস্থায়ী দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
  • মহিলাদের বাহুতে চামড়ার নিচে স্থাপন করা হয়।
  • ৩-৫ বছর মেয়াদী।

ইমপ্ল্যান্ট
ইমপ্ল্যান্ট শুধুমাত্র প্রজেস্টিনসমৃদ্ধ অস্থায়ী দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যা মহিলাদের বাহুতে চামড়ার নিচে স্থাপন করা হয়। ৩ থেকে ৫ বছর মেয়াদি এই পদ্ধতির কার্যকারীতার সময় নির্ভর করে এর রডের সংখ্যা এবং হরমোনের ধরনের উপর। ইমপ্ল্যান্ট প্লাস্টিক বা সিলিকন রাবারের তৈরী এক বা একাধিক ক্যাপসুল বিশিষ্ট ডিভাইস, যার ভিতরে কৃত্রিম প্রজেস্টোজেন থাকে। চামড়ার নিচে স্থাপনের পর পর ক্যাপসুলের গায়ের অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্র দিয়ে নির্দিষ্ট মাত্রায় প্রজেস্টিন নিঃসৃত হতে থাকে।

  • নিরাপদ, খুবই কার্যকর এবং দীর্ঘমেয়াদি।
  • স্বাভাবিক কাজ কর্মে কোন সমস্যা করে না।
  • পরানোর ২৪ ঘন্টার মধ্যেই কার্যকর হয়।
  • ইমপ্ল্যান্ট খুলে ফেলার ৭ দিন থেকে ৩ সপ্তাহের মধ্যে গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে।
  • প্রসব পরবর্তী মা যারা সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন অথবা যারা ইস্ট্রোজেন সমৃদ্ধ পদ্ধতি ব্যবহার করতে পারেন না তাদের জন্য এটা একটি উপযোগী পদ্ধতি।
  • গর্ভকালীন সময়ে ইমপ্ল্যান্ট ব্যবহার নিষিদ্ধ। ইমপ্ল্যান্ট ব্যবহারকালে যদি গর্ভধারণ হয় তবে তা খুলে ফেলতে হবে। ইমপ্ল্যান্ট মায়ের দুধের গুণগত মান বা পরিমাণের উপর কোন প্রভাব ফেলে না। তাই বুকের দুধ খাওয়ানোর সময়কালেও ইমপ্ল্যান্ট ব্যবহার করা যায়।