ইনজেকশন (মহিলা)

  • স্বল্প মেয়াদী পদ্ধতি।
  • বাহুর মাংশে এই পদ্ধতি (ইনজেকশন) নিতে হয়।
  • নিরাপদ ও বহুল ব্যবহৃত কার্যকর পদ্ধতি।
  • এক ডোজ ইনজেকশন ৩ মাস পর্যন্ত গর্ভ সঞ্চারে বাধা দান করে।

বাংলাদেশের নীতিমালা অনুযায়ী সদ্য বিবাহিতা বা বর্তমানে কোন জীবিত সন্তান নাই বা সন্তান হয়নি তারাই ইমপ্ল্যান্ট ব্যবহার করতে পারেন। বয়সের সাথে ইমপ্ল্যান্ট ব্যবহারের কোন সম্পর্ক নেই।