বিএ .ভি .এস সম্পর্কে

বিএ.ভি.এস

(সরকার প্রশাসিত সংস্থা)

সরকার প্রশাসিত সংস্থা বিএভিএস ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১০(দশ) বছরের মধ্যে সমগ্র দেশব্যাপি ৩৪ টি শাখা বিস্তারের মাধ্যমে পরিবার পরিকল্পনা ক্লিনিক্যাল সেবা (পুরুষ ও মহিলা স্থায়ী বন্ধ্যাকরণ আই.ইউ.ডি, ইমপ্লান্ট, ইনজেকশন) নিশ্চিত করে। ১৯৯২ সাল থেকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব/উপ সচিবগণ পর্যায়ক্রমে প্রশাসকের দায়িত্ব পালন করছেন এবং প্রশাসক সংস্থার প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বর্তমানে সরকার প্রশাসিত বিএভিএস সংস্থা ঢাকাসহ ১৮টি ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা (স্থায়ী, স্বল্প ও দীর্ঘ মেয়াদী) কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিএভিএস সংস্থা ১৯৭৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৯,৮০,০০০ স্থায়ী বন্ধ্যাকরণ (পুরুষ/মহিলা) সম্পন্ন করে বিগত ৪৪ বছরে (৯,৮০,০০০x৪.৪) =৪৩১২০০০ জনসংখ্যা নিয়ন্ত্রণে বিএভিএস সংস্থা অবদান রেখেছে। পরিবার পরিকল্পনা সেবা প্রদানে বিএভিএস জাতীয়ভাবে ৯% অবদান রাখে।

সরকার প্রশাসিত বিএভিএস সংস্থার প্রত্যেক ক্লিনিকে পরিবার পরিকল্পনা সেবা (স্থায়ী, স্বল্প ও দীর্ঘ মেয়াদী) কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ ডাক্তার, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, নার্স, কাউন্সেলর, প্যারামেডিক, ক্লিনারকাম-গার্ডসহ মোট ৮-১০ জনের একটি জনবল কাজ করছে এবং সেবা গ্রহীতাদের আনয়নকারি হিসাবে প্রায় ২০/২৫ জন মাঠকর্মী কাজ করছে।

ঢাকা মিরপুর-২, এ বিএভিএস এর নিজস্ব ভবনে ৩০ বেড এর একটি মেটারনিটি হাসপাতাল ২০০০ সাল থেকে বৃহত্তর মিরপুর এলাকার মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। উক্ত মেটারনিটি হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, সনোলজিষ্ট, মেডিকেল অফিসার, নার্স, প্যারামেডিক, সুপারভাইজার, টেকনিশিয়ান, ল্যাব-টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, রিসেপশনিষ্ট, আয়া, ওয়ার্ডবয়, সিকিউরিটি-গার্ড,অন্যান্য কর্মচারিসহ প্রায় ৯০ জন জনবল উক্ত হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য সেবা কাজে নিয়োজিত রয়েছেন। উক্ত বিএভিএস মেটারনিটি হাসপাতালে আউটডোর রোগী ও গর্ভবতী চেক-আপ, নরমাল ডেলিভারী, সিজারিয়ান অপারেশন, জরায়ু অপারেশন, একটোপিক, আল্ট্রাসনোগ্রাম, প্যথলজী, ব্লাড ব্যাংক, এমআর, ডিএন্ডসি ইত্যাদী সেবা প্রদান করা হয়। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত বিএভিএস মেটারনিটি হাসপাতালে ২,৬০,৯৯০ জন মা ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ও আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় লক্ষ্যমাত্রার আলোকে বর্তমান ঞঋজ কে ২.৩০ থেকে হ্রাস করে ২.০ এর নিচে নামিয়ে আনতে হবে। সেজন্য পরিবার পরিকল্পনা সেবা প্রদান কার্যক্রম (খঅজঈ্চগ) গতিশীল করা ছাড়া কোন বিকল্প নেই। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানে সরকার প্রশাসিত বিএভিএস সংস্থা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও অবদান রাখে।