• ছোট, নমনীয় পদ্ধতি যা জরায়ুর ভিতর পরানো হয় । একবার জরায়ুতে পরালে আর কিছু করতে হয় না।
• অত্যন্ত কার্যকর দীর্ঘমেয়াদী যা যে কোন সময় খুলে ফেললে পূনরায় গর্ভধারণ করা যায় । বাংলাদেশে ব্যবহৃত কপার-টি ৩৮০-এ ১০ বছর পর্যন্ত কার্যকর ।
• প্রথম দিকে মাসিকের রক্তস্রাব বেশি হতে পারে বা বেশিদিন স্থায়ী হতে পারে । পরানোর সময় সামান্য ব্যাথা হতে পারে ।
• কোন মহিলার কোন যৌনরোগ থাকলে আইইউডি গ্রহন করার পর কখনো কখনো তলপেটে প্রদাহ হতে পারে । গুরুতর জটিলতার সম্ভাবনা খুবই কম ।
• প্রথমদিকে কপার-টি নিজে নিজেই বের হয়ে যেতে পারে
• কপার-টি খোলার প্রায় সাথে সাথেই গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে