খাবার বড়ি

• কার্যকর প্রতিদিন একটি করে বড়ি খেতে হয় এবং নির্দিষ্ট সময়ে নতুন প্যাকেট শুরু করতে হয় ।

• খাওয়া বন্ধ করলে যে কোন সময় গর্ভবর্তী হওয়া যায়

• প্রায় সব মহিলার জন্য নিরাপদ । মারাত্মক জটিলতা নেই বললেই চলে ।

• সন্তান থাকুক আর না থাকুক যে কোন বয়সের মহিলাই ব্যবহার করতে পারে ।

• মাসিকের মোচরানো ব্যাথা , অতিরিক্ত রক্তস্রাব, রক্তস্বল্পতা (রক্তে আয়রণের ঘাটতি)এবং অন্যান্য রোগ প্রতিরোধে সহায়তা করে ।

• বড়ি খাওয়া শুরু করার প্রথম দিকে অপ্রত্যাশিত রক্তস্রাব বা ফোঁটা ফোঁটা রক্তস্রাব হতে পারে । এটা ক্ষতিকর নয়। কয়েক মাসের মধ্যে মাসিক স্রাবের পরিমান কমে আসে এবং নিয়মিত হয় ।

• কোন কোন মহিলার প্রথম কয়েক মাস সামান্য মাথাব্যাথা, ওজন পরিবতন অথবা হজমে সমস্যা হতে পারে। এগুলো বেশীর ভাগ ক্ষেত্রেই চলে যায় ।