• সঠিক নিয়মে প্রতিবার ব্যবহার করলে গর্ভরোধে কার্যকর এবং এইচআইভি/এইডসসহ কিছু যৌনবাহিত সংক্রমন প্রতিরোধ ককরে ।
• কোন কোন দাম্পতি অন্য পদ্ধতি ব্যবহারের পাশাপাশি যৌনবাহিত সংক্রমণ বা এইডস প্রতিরোধের জন্য কনডম ব্যবহার করে থাকে ।
• সামান্য অনুশীলনে খুব সহজে ব্যবহার করা যায় ।
• সাধারণ প্রতিবার সঠিক নিয়মে ব্যবহার না করায় খুবই কার্যকরী হয় না ।
• কোন কোন লোকের ধারণা কনডম যৌন মিলনে বিঘ্ন ঘটায়, অনুভুতি কমায়, তাদের জন্য বিব্রতকর। সঙ্গীর সাথে কথা বললে সাহায্যকর হতে পারে ।